কলকাতা: বিভিন্ন দেশের রাজধানীর নাম মনে করতে অনেক সময়ই হোঁচট খেতে হয়। কিন্তু ১৭ মাসের এক শিশু যেভাবে বিভিন্ন দেশের রাজধানীর নাম গড়গড়িয়ে বলতে পারে, তা না শুনলে বিশ্বাস করা যায় না। অনেক সময় বড়রাও তা মনে রাখতে পারে না।

এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অনভ জয়াকর নামে ওই শিশুটি প্রশ্নের উত্তরে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর নাম বলে দিচ্ছে। চেক রিপাবলিক, পর্তুগাল, ইরান, এমনকি জর্ডনের মতো দেশের রাজধানীর নাম তার কাছ থেকে জানতে চাওয়া হয়। প্রশ্নের উত্তর আধো আধো বুলিতে অবলীলায় দিয়েছে সে।

ফেসবুকে ইতিমধ্যেই ভিডিওটির ৬৫ হাজার ভিউ হয়েছে। ৭৭৩ শেয়ার ও ১,৩০০ টি লাইক পড়েছে।