জম্মু: কাশ্মীরে জঙ্গিদের হাতে নিহত সেনা জওয়ান আওরঙ্গজেবের শেষকৃত্যে মানুষের ঢল। চোখের জলে এই সাহসী জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান মানুষ। আজ পুঞ্চের সলামী গ্রামে আওরঙ্গজেবের পৈত্রিক ভিটেয় পৌঁছয় তাঁর নিথর দেহ। ১৪ জুন কাশ্মীরের সোপিয়ানে তাঁকে অপহরণ করে খুন করে জঙ্গিরা। সেনাদের যে দলটি কাশ্মীরী সন্ত্রাসবাদী সামির টাইগারকে খতম করেছিল, সেই দলে ছিলেন আওরঙ্গজেব। সেই আক্রোশেই তাঁকে মেরে ফেলে জঙ্গিরা।
চরম শোকের মধ্যেই শহিদ ছেলের মৃত্যুর বদলা নিতে সরকারকে ৩২ ঘন্টা সময় দেন আওরঙ্গজেবের বাবা মহম্মদ হানিফ। এই সময়সীমার মধ্যে পাকিস্তানকে সরকার উচিত শিক্ষা দিক, নয়তো তিনি নিজের হাতে এই দায়িত্ব তুলে নেবেন বলে ঘোষণা করেছেন তিনি। তাঁর গোটা পরিবারের এক সুর।
ইদের দিন আওরঙ্গদেবকে চিরবিদায় দিতে হবে, এটা মেনে নিতে পারছেন না গ্রামবাসীরাও। তাঁরাও বলছেন, বদলা চাই।
মহম্মদ হানিফের মত, সন্ত্রাসবাদ ছেলেকে কেড়ে নিয়ে শুধু তাঁর বুকই শূন্য করে দেয়নি, প্রায় সব ঘরেই হানা দিয়ে চরম ক্ষতি করেছে। কিন্তু সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও কেন চিরকালের জন্য এই লড়াই খতম করছে না? রাজনীতির লোকরাই সন্ত্রাসবাদ শেষ হতে দেয় না বলে অভিযোগ করেন তিনি। বলেন, পাকিস্তান কোনওদিনই কাশ্মীর ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু তাঁর দুঃখ এটাই যে, আওরঙ্গজেব শেষ হয়ে গেলেন, কিন্তু একটা সন্ত্রাসবাদীকে খতম করতে পারলেন না ! সেটা হলে ভাল হোত।
আওরঙ্গজেবের ভাই মহম্মদ কাসিমের দাবি, তাঁর দাদা গোটা গ্রামের ছেলে হয়ে উঠেছে। এখন সময় এসেছে, সরকার এর বদলা নিক। এক শহিদের বিনিময়ে ১০০টা জঙ্গিকে শেষ করে দিতে হবে।
শেষকৃত্যে মানুষের ঢল, ৩২ ঘন্টার মধ্যে বদলা চাই, পাকিস্তানকে তোপ দেগে দাবি আওরঙ্গজেবের বাবার
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jun 2018 06:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -