বেঙ্গালুরু: “আমার মনে হয় পুলওয়ামায় নিহত সৈনিকদের আত্মারা এতে শান্তি পাবেন,”  সোমবার গভীর রাতে পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ুসেনার বিমান হানায় প্রায় ৩৫০ জইশ-ই-মহম্মদ জঙ্গির মৃত্যুর খবরে একথাই বললেন পুলওয়ামায় নিহত এক সৈনিকের স্ত্রী।


পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত ৪০ জওয়ানের একজন কর্ণটকের সিআরপিএফ জওয়ান এইচ গুরু। তাঁর স্ত্রী কলাবতী মঙ্গলবার এই হামলার কথা শুনে বলেন, ভারতীয় জওয়ানদের এই পদক্ষেপের জন্য স্যালুট জানাই। তিনি এই পদক্ষেপে খুশি হয়েছেন। পুলওয়ামায় নিহত সৈনিকদের আত্মারা এতে শান্তি পাবেন। ভারতীয় সেনাবাহিনীর জন্য তিনি গর্বিত।

মঙ্গলবার ভোররাতে ভারতীয় সেনা জওয়ানদের হামলার কথা জানবার পর ভারতীয় পতাকা নিয়ে একটি মিছিল বের করেন এইচ গুরুর গ্রামের বাসিন্দারা। সন্মান জানাতে গুরুর বাড়ির ওপরে ওড়ানো হয় পতাকা। “ভারত মাতা কি জয়” এবং এইচ গুরুর নাম নিয়ে স্লোগান তুলে মিছিল হয়।

এইচ গুরুর বাবা হন্নিয়াইস বলেন, ভারতীয় জনগণ শান্তি চান, কিন্তু এখন শান্তিরক্ষার সময় আর নেই। ভারত-বিরোধী সমস্ত সংগঠনকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। তবেই তাঁর ছেলের আত্মা শান্তি পাবে।