গ্রেটার নয়ডা: এবার মহম্মদ আখলাকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে আদালতে দাদরির বিশাদা গ্রামবাসীদের একাংশ। বাড়িতে গোমাংস রেঁধে খাওয়ার সন্দেহে ৯ মাস আগে গণপ্রহারে নিহত হয়েছিলেন আখলাক। উত্তরপ্রদেশে গোমাংস রাখা, খাওয়া নিষিদ্ধ। আখলাকের পরিবার গোমাংস খাওয়ার অভিযোগ নাকচ করে। তবে সম্প্রতি মথুরার ফরেনসিক ল্যাবরেটরিতে আখলাকের বাড়ি থেকে সংগ্রহ করা মাংসের নমুনা পরীক্ষা করে পেশ করা রিপোর্টে তা গোমাংসই ছিল বলে জানানো হয়েছে। বলা হয়েছে, কোনও গরু বা গোসন্তানের মাংস ওটি। এরপরই বিশাদা গ্রামে নতুন করে উত্তেজনা মাথাচাড়া দেয়। গত সপ্তাহেই সেখানে মহাপঞ্চায়েত বসিয়ে পুলিশকে ২০ দিন সময় বেঁধে দিয়ে দাবি করা হয়, এই সময়সীমার মধ্যে আখলাকের বাড়ির লোকজনেদের বিরুদ্ধে এফআইআর দাখিল করতে হবে।

আজ আদালতের সিনিয়র অফিসার বলেন, গৌতম বুদ্ধ নগরের মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি দণ্ডবিধির ১৫৬ (৩) ধারায় আবেদন পেশ করে আখলাকের পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পুলিশকে নির্দেশ দেওয়ার দাবি করেছেন বিশাদা গ্রামের বাসিন্দারা। ওই ধারায় ম্যাজিস্ট্রেট এফআইআর দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ দিতে পারেন।

এ ব্যাপারে ১৩ জুন শুনানি হবে বলে জানান ওই অফিসার। তিনি বলেছেন, আখলাকের পরিবারও তাদের বক্তব্য পেশ করার সুযোগ পাবে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে, এফআইআর দায়ের করতে পুলিশকে নির্দেশ দেওয়ার দরকার আছে কিনা।