চণ্ডীগড়: হরিয়ানায় এবার যে গ্রামের কোনও বাসিন্দার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হবে না, সেই গ্রামকে শংসাপত্র দিয়ে সম্মান জানানো হবে। হরিয়ানা পুলিশের ডিজি কে পি সিংহ এই ঘোষণা করেছেন।

 

‘পঞ্চায়েতী রাজে পুলিশের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এই ঘোষণা করা হয়েছে। জেলা পরিষদ ও ব্লক সমিতির সদস্য এবং সরপঞ্চরা ওই সেমিনারে হাজির ছিলেন।

 

তাঁদের উদ্দেশে ডিজি বলেন, শান্তি রক্ষা করার দায়িত্ব সবার। অপরাধ মুক্ত সমাজ গড়ার জন্য ইতিবাচক উদ্যোগ নেওয়া উচিত পঞ্চায়েতের। জনপ্রতিনিধিদের সঙ্গে পুলিশের সহযোগিতা থাকাও জরুরি। সবারই পুলিশ ও জেলা প্রশাসনের নির্দেশিকা মেনে চলা উচিত।