কিছু মানুষ উগ্র মত পোষণ করেন, কিন্তু মাওবাদী হিংসা ও সীমান্ত সন্ত্রাসই বড় চ্যালেঞ্জ, বললেন জেটলি
ABP Ananda, web desk | 08 May 2017 05:08 PM (IST)
টোকিও: দেশের বিভিন্ন প্রান্তে গোরক্ষা বাহিনীর হামলা চলছে। সাম্প্রদায়িক উত্তেজনাও কখনও কখনও প্রবল হয়ে দেখা দিচ্ছে। বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে। গোবিন্দ পানেসর, কালবুর্গির মতো ভিন্নমতাবলম্বীদের হত্যার ঘটনাও ঘটছে। অসহিষ্ণুতা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কিন্তু কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন , দেশের কয়েকটি জায়গায় উগ্র বামপন্থীদের হিংসা ও সীমান্তের ওপার থেকে জঙ্গি হামলাই ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারতে আর্থিক উন্নতির ক্ষেত্রে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার প্রভাব সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী জেটলি। তাঁর সাফ কথা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক খুব একটা বড় সমস্যা নয়। কারণ, ভারতের মতো বৃহত্ গণতন্ত্রে বিতর্ক বা মাঝেমধ্যে বিবদমান উভয়পক্ষের তরফ থেকেই কোনও ব্যক্তি উগ্র মন্তব্য করলেও শান্তির ক্ষেত্রে তা কোনও ব্যাঘাত তৈরি করে না। ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ফিনান্স-এ বক্তব্য রাখতে গিয়ে জেটলির দাবি, দেশে কোনও উত্তেজনা বা সংঘাতের পরিবেশ নেই। জেটলি বলেছেন, মধ্য ভারতে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে মাওবাদীদের হিংসার মতো সমস্যা রয়েছে।এই সমস্যা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এতে অনেক সময়ই নিরীহ মানুষের মৃত্যু হয়। ভারতের অন্য সমস্যা হল, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ ও সীমান্তে উত্তেজনা। তাঁর মতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সামাজিক বিষয়ে বিতর্কের থেকে ওই দুটি সমস্যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।