গুয়াহাটি: করোনা-কালে পিপিই পরা ডাক্তার-নার্সরাই যেন হয়ে উঠেছেন ঈশ্বরের রূপ। এমনই এক নার্সের খোঁজ মিলল অসমে। যেখানে ৩২ ডিগ্রির দাবদাহে পিপিই পরে আছেন একজন নার্স। কিন্তু ক্লান্ত হয়ে পড়েছেন। মাটিতেই বসে পড়েছেন তিনি। ছবিটি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ওই নার্সের প্রশংসায় পঞ্চমুখ।



ছবিটি ট্যুইটারে শেয়ার করেছেন হিমন্ত বিশ্বশর্মা। লিখেছেন, 'আমি আমার টিমকে নিয়ে গর্বিত।' বস্তুত অসমের গুয়াহাটিতে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই লাগামছাড়া হয়ে উঠছে। গোটা উত্তর-পূর্ব ভারতে এখন সর্ববৃহৎ‌ হটস্পট অসমের গুয়াহাটি।

গত রবিবার, ৫ জুলাই, শুধু গুয়াহাটিতেই রেকর্ড ৭৭৭ জনের সংক্রমণ ধরা পড়েছে। কিন্তু এই মারাত্মক পরিস্থিতিতেও দিনরাত মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন চিকিৎসক-নার্সরা।