নয়াদিল্লি: দেশজুড়ে পালিত হচ্ছে ৭১ তম স্বাধীনতা দিবস। বর্তমানে দেশের বিভিন্ন স্থানেই উগ্র জাতীয়তাবাদী শক্তির দাপট দেখা যাচ্ছে। সংখ্যালঘু মুসলিমদের কাছ থেকে  দেশপ্রেমের হাতেগরম নমুনাও চাওয়া হচ্ছে। এরইমধ্যে নীরবে দেশের প্রতি আন্তরিক ভালোবাসা ও কর্তব্যের নজির দেখা গেল বানভাসি অসমে।


জলে ডুবে গেছে পুরো এলাকা, স্কুল চত্বরও। তাহলে কী স্কুলে স্বাধীনতা দিবসে উড়বে না দেশের গর্বের তিরঙা! এমন সম্ভাবনার কথাও বোধহয় ভাবতে রাজি ছিলেন না অসমের স্কুল শিক্ষক মিজানুর রহমান। জল ভেঙে পড়ুয়াদের সঙ্গে নিয়ে নিজের স্কুলে গিয়ে  জাতীয় পতাকা উত্তোলন করলেন তিনি।

স্কুল চত্বরে কোমর সমান জলে দাঁড়িয়ে পতাকা তুললেন মিজানুর রহমান। সঙ্গে স্কুলের কয়েকজন কর্মী ও পড়ুয়া। এই পতাকা উত্তোলনের ছবি ওই শিক্ষক নিজের ফেসবুক পেজে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে পড়ে। চার ঘন্টার মধ্যে প্রায় ১৬০০০ প্রতিক্রিয়া দেখা যায়।  ছবিতে যে পড়ুয়াদের দেখা যাচ্ছে, তাদের প্রায় গলা পর্যন্ত জল।



নিজের পোস্টে মিজানুর সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন যে, ধুবড়ি জেলার ফকিরগঞ্জ থানা একালার এই স্কুলের তিনি একজন সরকারি শিক্ষক।

মিজানুর আরও লিখেছেন, এখন আমরা কেমন রয়েছে তা বলার প্রয়োজন নেই। কারণ, তা ছবি থেকেই স্পষ্ট। এত সমর্থন পাবো আসা করিনি।ছবিটি শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ।

সংবাদমাধ্যমকে মিজানুর বলেছেন, বন্যার জন্য স্বাধীনতা দিবস পালনের জন্য বেশি কিছু করতে পারেননি। শুধুমাত্র জাতীয় পতাকা তুলেছেন, জাতীয় সঙ্গীত ও বন্দেমাতরম গেয়েছেন। বেশিক্ষণ জলে খুদে পড়ুয়াদের পক্ষে দাঁড়ানো সম্ভব ছিল না। তাই সবকিছু তাড়াতাড়ি করতে হয়।