নয়াদিল্লি: অবাক হয়ে যাবেন মধ্যবয়সী এই মহিলার নানচাকুর ওপর নিয়ন্ত্রণ দেখে। দক্ষিণপূর্ব চিনের ফুজিয়ান প্রদেশের বাসিন্দা মিস লেই নামে এই মহিলার শারীরিক কসরতে বহু মানুষ মুগ্ধ।
জানা গিয়েছে, গ্রামের মেয়েদেরও নানচাকু শেখানোর কাজ শুরু করেছেন তিনি।

দেখুন সেই ভিডিও: