ভিডিওতে দেখুন: নানচাকুতে মধ্যবয়সী এই মহিলার অসাধারণ পারদর্শিতা
ভিডিওতে দেখুন: নানচাকুতে মধ্যবয়সী এই মহিলার অসাধারণ পারদর্শিতা
Web Desk, ABP Ananda Updated at:
15 Aug 2016 12:58 PM (IST)
নয়াদিল্লি: অবাক হয়ে যাবেন মধ্যবয়সী এই মহিলার নানচাকুর ওপর নিয়ন্ত্রণ দেখে। দক্ষিণপূর্ব চিনের ফুজিয়ান প্রদেশের বাসিন্দা মিস লেই নামে এই মহিলার শারীরিক কসরতে বহু মানুষ মুগ্ধ।
জানা গিয়েছে, গ্রামের মেয়েদেরও নানচাকু শেখানোর কাজ শুরু করেছেন তিনি।
দেখুন সেই ভিডিও:
দেশ(nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।