নয়াদিল্লি:  অলিম্পিকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের বিরুদ্ধে বিতর্কিত টুইট করে বেশ কয়েকদিন ধরেই টুইটারাইদের নিশানায় লেখিকা শোভা দে। দিন কয়েক আগেই অলিম্পিকের মঞ্চে ভারতীয় ক্রীড়াবিদদের অসাফল্যকে কটাক্ষ করে শোভা দে মন্তব্য করেন, রিওয়ে গিয়ে ভারতীয় প্রতিযোগীরা ঘুরেফিরে, সেলফি তুলে সময় এবং বিশাল অঙ্কের পয়সা অপচয় ছাড়া আর কিছুই করছেন না।


তবে শোভার এই মন্তব্যের পরই কুস্তিতে ব্রোঞ্জ পদক পান সাক্ষী। এইমুহূর্তে ব্যাডমিন্টন ফাইনালে পৌঁছে গেছেন পিভি সিন্ধুও। কিন্তু

শোভার মুখ ফসকে বেরিয়ে যাওয়া এই মন্তব্যের পিছনে আসা আক্রমণের ঝড় কিছুতেই লেখিকার পিছু ছাড়ছে না। বিগ বি-র পর টুইটারে শোভাকে আক্রমণ ক্রিকেটার বীরেন্দ্র সহবাগের।

সাক্ষীর পদক জয়ের পরই বীরুর টুইটারে মন্তব্য,



আর এই টুইট পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে প্রায় পাঁচ হাজার রিটুইট হয়ে গেছে। পরে নিজের করার টুইটের স্বপক্ষে আরও একবার শোভা দে-কে হুঁশিয়ারি দিয়েছেন সহবাগ, ভবিষত্যে এমন মন্তব্য করার আগে তিনি যেন একবার ভেবে দেখেন।