নয়াদিল্লি: এয়ারটেল ও রিলায়েন্স জিও-র পর এবার ভোডাফোন তাদের গ্রাহকদের জন্য ডেটা প্ল্যানের সংশোধন ঘটালো। এবার ভোডাফোনও পুরানো দামে প্রত্যেকদিন এক জিবি-র বেশি ডেটা গ্রাহকদের দেবে।
ভোডাফোন তাদের গ্রাহকদের ১৯৮ টাকার প্ল্যানে প্রত্যেক দিন ১.৪ জিবি 3G/4G ডেটা দেবে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের।
ভোডাফোনের ওয়েবসাইট অনুযায়ী, ১৯৮ টাকায় দৈনিক ১.৪ জিবি ডেটার পাশাপাশি থাকছে আনলিমিটেড লোকাল ও এসটিডি এবং রোমিং কলের সুবিধা। সেই সঙ্গে দৈনিক ১০০ মেসেজের সুবিধাও পাবেন গ্রাহকরা।
সবমিলিয়ে এই প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনে মোট ৩৯.২ জিবি ডেটা পাবেন। আগে এই প্ল্যানে ২৮ জিবি ডেটা পাওয়া যেত।
সম্প্রতি এয়ারটেল তাদের ১৯৯ টাকার প্ল্যানের সংশোধন ঘটিয়েছিল। আগে এই প্ল্যানে প্রত্যেকদিন ১ জিবি করে ডেটা পাওয়া যেত। সংশোধিত প্ল্যানে দেওয়া হয়েছে ১.৪ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানে আগের মতো আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যাচ্ছে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের।
অন্যদিকে, রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের ১৯৮ টাকার প্ল্যানে দৈনিক ২ জিবি করে ডেটা দিচ্ছে। সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন।