নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় খারাপ খাবারের অভিযোগ আনা জওয়ান তেজ বাহাদুর যাদবের স্বেচ্ছাবসরের আবেদন খারিজ হয়ে গিয়েছে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এছাড়া তিনি যে অভিযোগ করেছেন, সেটা নিয়ে তদন্ত চলছে। সেই কারণেই স্বেচ্ছাবসরের আবেদন মঞ্জুর করা হয়নি।
তেজ বাহাদুরের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীর উপর মানসিক অত্যাচার চালানো হচ্ছে এবং তাঁকে ভয় দেখানো হচ্ছে। এমনকী, তেজ বাহাদুরকে গ্রেফতারও করা হয়েছে। আজ সকালেও ফোন করে এ কথা জানিয়েছেন তেজ বাহাদুর।
এই অভিযোগ অস্বীকার করে বিএসএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, ৩০ জানুয়ারি বিকেলেই তেজ বাহাদুরের স্বেচ্ছাবসরের আবেদন খারিজের কথা জানিয়ে দেওয়া হয়। তাঁকে গ্রেফতার করা হয়নি।
তেজ বাহাদুরের স্বেচ্ছাবসরের আবেদন খারিজ, জানাল বিএসএফ
Web Desk, ABP Ananda
Updated at:
02 Feb 2017 06:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -