নয়াদিল্লি: ভারতে আসার ইচ্ছা রয়েছে, কিন্তু পাসপোর্ট সাসপেন্ড থাকায় আসতে পারছেন না। দিল্লির আদালতকে এমনই জানালেন লিকার ব্যারন বিজয় মাল্য। ‘ফেরা’ আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানিতে নগর দায়রা আদালতের মুখ্য বিচারপতি সুমিত দাসকে মাল্যর আইনজীবী রমেশ গুপ্ত বলেছেন, তিনি আদালতে হাজির হওয়ার জন্য কিছুটা সময় চান। ৪ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির করেছে আদালত।

 

আইনজীবী মারফত ই-মেলের মাধ্যমে মাল্য আদালতকে জানিয়েছেন, গত ২৩ এপ্রিল তাঁর পাসপোর্ট সাসপেন্ড করা হয়েছে। সেই কারণেই তিনি দেশে ফিরতে পারছেন না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে অবশ্য আদালতে বলা হয়েছে, মাল্যর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলছে। কোনও মামলাতেই হাজিরা দেননি তিনি। বিচার পদ্ধতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি।

 

মাল্যর বিরুদ্ধে এই মামলা দু দশকের পুরনো। ১৯৯৬, ১৯৯৭ এবং ১৯৯৮ সালে লন্ডন এবং ইউরোপের অন্য কয়েকটি শহরে অনুষ্ঠিত হওয়া ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপে কিংফিশার সংস্থার লোগো ব্যবহারের জন্য ১৯৯৫ সালের ডিসেম্বরে একটি ব্রিটিশ সংস্থাকে ২ লক্ষ মার্কিন ডলার দিয়েছিলেন মাল্য। তিনি এই অর্থ দেওয়ার আগে রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি নেননি বলেই অভিযোগ। ২০০০ সালের ডিসেম্বরে এই মামলায় হাজিরা থেকে তাঁকে অব্যাহতি দেয় আদালত।

 

মাল্য বেশ কিছুদিন ধরেই দেশের বাইরে রয়েছেন। তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। সেই কারণেই মাল্যকে হাজিরার নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন জানান ইডি-র আইনজীবী। তবে আদালত এখনও সেই আবেদন মঞ্জুর করেনি।