ইটানগর: জামা মসজিদে ঢুকতে গিয়ে বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করলেন উত্তরপূর্বের এক ছাত্রী। বাকিদের কাছ থেকে কোনও পয়সা চাওয়া হয়নি, কিন্তু সেখানে ঢুকতে গেলে তাঁর কাছে ৩০০ টাকা চাওয়া হয় বলে অভিযোগ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিয়াং পারতিন নামে অরুণাচল প্রদেশের ওই আইন পড়ুয়া। তিনি সোস্যাল মিডিয়ায় ঘটনার ভিডিওটি পোস্ট করেছেন।


তাঁর অভিযোগ, সেদিন পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপ করলেও জামা মসজিদ কর্তৃপক্ষ টাকা চাওয়া থেকে বিরত হয়নি। নিয়াং-এর বক্তব্য, টাকা দেওয়াটা ‘সমস্যা নয়’, তাঁর প্রতি ‘বৈষম্য’ করা হয়েছে, আপত্তি সেখানেই।

এদিকে নিয়াং-এর অভিযোগ পৌঁছেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর কানেও। তিনি ঘটনাটি খোঁজখবর করে দেখবেন বলে ট্যুইট করে জানিয়েছেন।