ফিরোজাবাদ (উত্তরপ্রদেশ) : শুধু মানুষই নয়, প্রচন্ড দাবদাহে নাজেহাল জীব-জন্তুরাও। জলের খোঁজে উত্তপ্রদেশের একটি গ্রামে ঢুকে পড়েছে তৃষ্ণার্ত কুমীরটি।

উত্তরপ্রদেশের ফিরোজাবাদের দারাপুর রাসেনি গ্রামের ঘটনা। প্রায় ১০ ফুট লম্বা সরীসৃপটিকে ঘুরে বেড়াতে দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের লোকজন। তবে কাউকে আহত করেনি কুমীরটি। কুমীরটিকে বেঁধে ফেলে গ্রামবাসীরা। পরে বন দফতরের কর্মীরা এসে সেটিকে নিয়ে যায়।

ভিডিওতে দেখুন:



Video courtesy-ANI/Twitter