গত মঙ্গলবার এডেন উপসাগরে সালালাহ থেকে ২৩০ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে।
গত ৬ এপ্রিল থেকে জলদস্যুতা মোকাবিলায় উপসাগরে মোতায়েন রয়েছে আইএনএস শারদা। সংকটগ্রস্ত জাহাজ থেকে আইএনএস শারদা গত ১৬ মে বিপদসংকেত পায়। ভারতীয় নৌসেনার পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
সঙ্গে সঙ্গেই সংকটে পড়া জাহাজটির দিকে সর্বোচ্চ গতিতে রওনা দেয় আইএনএস শারদা। ঘটনাস্থলে পৌঁছে দুটি ছোট জাহাজ ও আটটি ডিঙি দেখতে পাওয়া যায়। ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ এগিয়ে আসতে দেখে দুটি ডিঙি দ্রুতবেগে পালিয়ে যায়।
ভারতীয় নৌসেনার মার্কোস জাহাজে থাকা সশস্ত্র হেলিকপ্টারের সাহায্য ওই দুটি ছোট জাহাজ ও বাকি পাঁচটি ডিঙি ভালোভাবে খতিয়ে দেখেন। সেগুলি যে মাছধরা নৌকা বা ডিঙি নয়, স্পষ্ট হয়। দুটি ছোট জাহাজের মধ্য একটিতে উচ্চ ক্যালিবারের একেএম রাইফেল ও সহ আরও একটি অস্ত্র খুঁজে পান মার্কোস কম্যান্ডোরা। ওই অস্ত্রশস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।