নয়াদিল্লি: ২০১৭ সালে অভিনেত্রী অনুষ্কা শর্মাকে স্বচ্ছ ভারত অভিযানের দূত হিসেবে বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছেন অনুষ্কা। গাড়ি থেকে রাস্তায় নোংরা ফেলায় তিনি এক ব্যক্তিকে ধমক দিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন অনুষ্কার স্বামী তথা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে অনুষ্কা বলছেন, ‘রাস্তায় নোংরা ফেলছেন কেন? রাস্তায় নোংরা ফেলবেন না। সতর্ক থাকুন। ডাস্টবিনে ময়লা ফেলুন।’

এই ভিডিও পোস্ট করে বিরাট লিখেছেন, ‘এই লোকগুলোকে রাস্তায় নোংরা ফেলতে দেখে ধমক দিয়ে ঠিক করেছে। বিলাসবহুল গাড়ি চড়ে যাওয়ার সময় মাথা কাজ করে না! এই লোকগুলো আমাদের দেশকে পরিচ্ছন্ন রাখবে? আপনারাও যদি এই ধরনের ঘটনা দেখতে পান, তাহলে একই কাজ করুন। সচেতনতা তৈরি করতে হবে।’