কিন্তু প্রধানমন্ত্রী যে ভিডিও-র কথা উল্লেখ করেছিলেন বলে মনে করা হচ্ছে তা দু বছর আগে আপলোড করা হয়েছিল। নিউমারোগ্রাফিক নামে একটি চ্যানেল এই ভিডিও ইউটিউবে আপলোড করেছিল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাড়িতে দুজন বসে রয়েছেন। হায়দরাবাদের ট্রাফিক সিগন্যালে গাড়িটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার সময় এক বৃদ্ধ ভিখারি এসে ভিক্ষে চান। চালকের আসনে বসা মহিলা তখন বলেন, তাঁর কাছে খুচরো নেই।
তখন ওই ভিখারি বলেন, তিনি খুচরো দিতে পারবেন। এরপর ওই মহিলা ওয়ালেট দেখেন। কিন্তু ওয়ালেটে শুধুই কার্ড ছিল। এই সময় ভিখারি বলেন, তাঁর কাছে কার্ড মেশিন রয়েছে। ওই মহিলা কার্ড মেশিন দেখাতে বলেন। ওই ভিখারি তখন একটি মেশিন দেখান। যা ওয়্যারলেস মেশিন বলেই মনে হচ্ছে। ভিডিও এখানেই শেষ। মেশিনে কার্ড সোওয়াইপ করা হয়েছিল কিনা, তা দেখানো হয়নি।
এই ভিডিওর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ভালো উদ্দেশ্য থাকলে নতুন কোনও কিছু গ্রহণ করতে ভারতীয়দের খুব একটা সময় লাগে না।
২০১৪-তে আপলোড করা ওই ভিডিও এখন অনলাইনে ঘোরাফেরা করছে। নোট বাতিল ঘোষণার আগেই তা ছড়িয়ে পড়েছিল। ভিডিওতে দেখেই বোঝা সম্ভব এটি তৈরি করা হয়েছে।
দেখুন সেই ভিডিও: