নয়াদিল্লি: গত সপ্তাহে শনিবার মোরাদাবাদে বিজেপির পরিবর্তন সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের সিদ্ধান্তের সমর্থনে ও নগদহীন লেনদেনের পক্ষে সওয়াল করতে গিয়ে এক ভিখারির কার্ড সোওয়াপিং মেশিন ব্যবহারের উদাহরণ দিয়েছিলেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী একটি হোয়াটস্যাপ ভিডিওর কথা উল্লেখ করেছিলেন। ওই ভিডিওতে এক ভিখারিকে কার্ড সোওয়াপিং মেশিন ব্যবহার করতে দেখা গিয়েছে। ওই ভিডিও-র দৃষ্টান্ত তুলে ধরে প্রধানমন্ত্রী ডিজিটাল লেনদেনে সড়গড় হতে মানুষের কাছে আর্জি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমি জানি না, এটা কতটা সত্যি। একটি ভিডিও হোয়াটস্যাপে ভাইরাল হয়েছে, যাতে দেখানো হয়েছে, এক ব্যক্তি একজন ভিখারিকে বলছেন যে, তিনি তাঁকে সাহায্য করতে চান। কিন্তু তাঁর কাছে খুচরো নেই। এরপরই ওই ভিখারি সোওয়াইপ মেশিন ব্যবহার করে ওই ব্যক্তির কাছ থেকে ডেবিট কার্ড চাইছেন’। প্রধানমন্ত্রীর এই উদাহরণে সমাবেশে উপস্থিত লোকজন হাসিতে ফেটে পড়েন।

কিন্তু প্রধানমন্ত্রী যে ভিডিও-র কথা উল্লেখ করেছিলেন বলে মনে করা হচ্ছে তা দু বছর আগে আপলোড করা হয়েছিল। নিউমারোগ্রাফিক নামে একটি চ্যানেল এই ভিডিও ইউটিউবে আপলোড করেছিল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাড়িতে দুজন বসে রয়েছেন। হায়দরাবাদের ট্রাফিক সিগন্যালে গাড়িটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার সময় এক বৃদ্ধ ভিখারি এসে ভিক্ষে চান। চালকের আসনে বসা মহিলা তখন বলেন, তাঁর কাছে খুচরো নেই।

তখন ওই ভিখারি বলেন, তিনি খুচরো দিতে পারবেন। এরপর ওই মহিলা ওয়ালেট দেখেন। কিন্তু ওয়ালেটে শুধুই কার্ড ছিল। এই সময় ভিখারি বলেন, তাঁর কাছে কার্ড মেশিন রয়েছে। ওই মহিলা কার্ড মেশিন দেখাতে বলেন। ওই ভিখারি তখন একটি মেশিন দেখান। যা ওয়্যারলেস মেশিন বলেই মনে হচ্ছে। ভিডিও এখানেই শেষ। মেশিনে কার্ড সোওয়াইপ করা হয়েছিল কিনা, তা দেখানো হয়নি।

এই ভিডিওর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ভালো উদ্দেশ্য থাকলে নতুন কোনও কিছু গ্রহণ করতে ভারতীয়দের খুব একটা সময় লাগে না।

২০১৪-তে আপলোড করা ওই ভিডিও এখন অনলাইনে ঘোরাফেরা করছে। নোট বাতিল ঘোষণার আগেই তা ছড়িয়ে পড়েছিল। ভিডিওতে দেখেই বোঝা সম্ভব এটি তৈরি করা হয়েছে।

দেখুন সেই ভিডিও: