প্রসঙ্গত, মুম্বইয়ের চেম্বুরে অবস্থিত এই হাসপাতালটি দিওয়ালিবেন মেহতা হাসপাতাল বা মা হাসপাতাল হিসেবেও পরিচিত।
ভিডিওতে দেখা গিয়েছে, কুড়ি জন মতো হাসপাতাল কর্মী, তার মধ্যে রয়েছে চিকিত্সক, নার্স সকলেই মত্ত ছিলেন উদ্দাম নাচে। এমনকি কিছু বাচ্চা মেয়েদেরও সেদিন হাসপাতালের নাচের আসরে দেখা যায় তাল মেলাতে। এবিষয় অভিযোগ দায়েরের পরই বম্বে পুরসভা তদন্তের নির্দেশ দিয়েছে।