নয়দিল্লি:  সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও-ই ভাইরাল হয়। তারমধ্যে এমন অনেক ভিডিও থাকে, যেগুলি আমাদের স্তম্ভিত করে দেয়। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যা দেখলে শিউরে উঠতে হয়। এই ভিডিওটি সমাজে মানবিকতা, সহমর্মিতার অভাবের একটা প্রতিফলন। এই ভিডিওতে ৮ নম্বর জাতীয় সড়কের গাজিয়াবাদ ও মোদী নগরের মাঝে একটি ঘটনা দেখা হয়েছে। ঘটনাস্থলে একটা সামান্য দুর্ঘটনা ঘটেছিল। এক ব্যক্তি তাঁর অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে গাড়িতে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে তাঁর গাড়ি একটি অডিতে ধাক্কা মারে।এরপরই অডি-র মালকিন তাঁর গাড়ি থেকে নেমে এসে ওই ব্যক্তির গাড়ির চাবি কেড়ে নেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক অন্তঃস্বত্ত্বা মহিলা গাড়িতে অসহায়ভাবে বসে যন্ত্রনায় কাতরাচ্ছেন। তাঁর স্বামী ও অন্যান্যরা অডির মালকিনের কাছে গাড়ির চাবি দেওয়ার জন্য কাকুতি-মিনতি করছেন। কিন্তু ওই মহিলা দমবার পাত্রী নন। কারুর কথায় কানও দিচ্ছেন না। পুলিশও এগিয়ে এসে ওই মহিলাকে বোঝানোর চেষ্টা করে। অন্তঃস্বত্ত্বাকে যাতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেজন্য গাড়ির চাবি দিয়ে দেওয়ার জন্য ওই মহিলাকে আর্জি জানানো হয়। কিন্তু অডি মালকিনের কোনও হেলদোল নেই।

তাঁর এই অমানবিক আচরণে উপস্থিত লোকজন যখন ক্ষুব্ধ হয়ে উঠছেন, তখন অডি মালকিন ঘাবড়ে যান। কিন্তু তখনও ওই মহিলার জেট তখনও অটুট।ভয় পেয়ে গাড়ির চাবি হাতে দেওয়ার পরিবর্তে মাটিতে ছুঁড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন ওই মহিলা। একজন মহিলা হয়ে অন্য একজন অন্তঃস্বত্ত্বা মহিলার প্রতি তিনি কীভাবে এমন নির্দয় আচরণ করতে পারলেন, তা সত্যিই বিস্ময়কর।

দেখুন সেই ভিডিও-