জম্মু: সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা নিয়ে ফের একবার পশ্চিমবঙ্গের প্রশাসনকে একহাত নিল রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘ বা আরএসএস।
সোমবার, জম্মু ও কাশ্মীরের আরএসএস প্রধান সুচাইত সিংহ দাবি করেন, পশ্চিমবঙ্গে ‘সন্ত্রাসের পদচিহ্ন’ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং নিজের রাজ্যে ‘সন্ত্রাসমূলক হিংসাকে মদত’ দিচ্ছেন ও ‘সাম্প্রদায়িক রাজনীতি’ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সাংবাদিকদের তিনি বলেন, পশ্চিমবঙ্গে ‘জেহাদি’ তত্ত্বের ক্রমবর্ধমান উপস্থিতিতে আমরা শঙ্কিত। পাশাপাশি, ভোটব্যাঙ্ক রাজনীতির যে নীতি নিয়েছে সেখানকার প্রশাসন, তাতে ওই রাজ্য হিন্দু জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে।
সম্প্রতি, কোয়েম্বতুরের অখিল ভারতীয় প্রতিনিধি সভা (এবিপিএস) সম্মেলনে আরএসএস পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব পাশ করে। সেখানে রাজ্যে হিংসা বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের এই ‘জেহাদি হিংসা ও সাম্প্রদায়িক রাজনীতি’-র বিরুদ্ধে সচেতনা গড়ে তুলতে এদিন দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান করেন সুচাইত।
ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদা জেলায় সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে সুচাইতের দাবি, এইভাবে নিরাবপত্তা বাহিনীর ওপর হামলা হতে থাকলে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
পাশাপাশি, খাগড়াগড়কাণ্ডের উল্লেখ করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে আক্রমণ করেন এই নেতা। বলেন, এনআইএ জানিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একাধিক জঙ্গিগোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে।
তিনি অভিযোগ করেন, কট্টরপন্থী মৌলবীরা ফতোয়া দিয়ে হামলা করাচ্ছে এবং এক-এক করে হিন্দু পরিবারগুলিকে ঘর ছাড়তে বাধ্য করছে। তিনি এ-ও জানান, একটি সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গে জালনোট থেকে শুরু করে গরুপাচার ও অবৈধ অনুপ্রবেশ করে চলেছে।