চেন্নাই: ফের মারণ গেম ব্লু হোয়েল আতঙ্ক। এ রাজ্যের ১৭ বছরের এক কিশোর উদ্ধার চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে।
ওই কিশোর নিখোঁজ হয়ে গিয়েছিল। নিজেদের নেটওয়ার্কে একটি বছর সতেরোর কিশোরের ট্রেনে ওঠার খবর পায় চেন্নাই পুলিশ। এরপরই রেলওয়ে পুলিশকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। শুরু হয় চেন্নাই সেন্ট্রাল স্টেশনে তল্লাশি। সেইসময়েই কিশোরটিকে দেখতে উদভ্রান্ত অবস্থায় খুঁজে পাওয়া যায়। সূত্রের খবর, সে কোথায় এসেছে, তা জানাই ছিল না ছেলেটির।
পুলিশের জিজ্ঞাসাবাদে ছেলেটি তার নাম জানায় এবং বলে যে, পশ্চিমবঙ্গ থেকে এসেছে। এর বেশি নিজের সম্পর্কে কিছু বলতে চায়নি সে। পুলিশকে ছেলেটি বলে, সে ব্লু হোয়েল গেম খেলছে। গেমের টাস্ক সম্পূর্ণ করার জন্য সে বাড়ি থেকে পালিয়ে এসেছে।
হাওড়া থেকে করমন্ডল এক্সপ্রেসে চড়ে সে সন্ধে ছটা নাগাদ চেন্নাই এসে পৌঁছয়। নিখোঁজ ছেলেটির সন্ধানে ইন্সপেক্টর মোহনের নেতৃত্বাধীন আরপিএফের দল পুরো চেন্নাই সেন্ট্রাল স্টেশন জুড়ে তল্লাশি চালায়। ছেলেটি সম্পর্কে তাদের কাছে তথ্য বলতে ছিল আধার কার্ডের একটি আবছা প্রিন্ট।
পুলিশ জানতে পেরেছে, ছেলেটির বাবা একটি কলেজের সঙ্গে যুক্ত।
পুলিশ ছেলেটিকে কাউন্সেলিংয়ের জন্য পাঠিয়েছে এবং তার বাবা-মাকেও খবর দেওয়া হয়েছে।
ফের ব্লু হোয়েল আতঙ্ক, চেন্নাই স্টেশনে উদ্ধার এ রাজ্যের কিশোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Nov 2017 10:11 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -