নয়াদিল্লি: কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তিন বছর পূর্তি ধূমধাম করে পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছেন, এনডিএ সরকারের তিন বছর মানে তো ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ ছাড়া আর কিছু নয়। তাহলে ধূমধাম করে এ কীসের উদযাপন হচ্ছে? রাহুল দেশের কৃষকদের আত্মহত্যার প্রসঙ্গ উল্লেখ করে অভিযোগ করেছেন, গত তিন বছর জনাদেশের প্রতি সরকার শুধুই প্রতিশ্রুতিভঙ্গ করেছে।


কংগ্রেস সহ সভাপতির ট্যুইট, ‘দেশের লক্ষ লক্ষ তরুণ চাকরির জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন। কৃষকরা আত্মহত্যা করছেন, সীমান্তে প্রাণ বিসর্জন দিচ্ছেন সেনা জওয়ানরা। তাহলে সরকার ঠিক কীসের উদযাপন করছে?’

অন্য একটি ট্যুইটে রাহুল বলেছেন, ‘এ তো প্রতিশ্রুতিভঙ্গ, অকর্মণ্যতা ও জনাদেশের প্রতি বিশ্বাসঘাতকতার ৩ বছর’।

কেন্দ্রে সরকারের ৩ বছর পূ্র্তি উপলক্ষ্যে বিজেপি দেশজুড়ে মোদী ফেস্ট-এর আয়োজন করেছে।

আগামী ২৬ মি একগুচ্ছ অনুষ্ঠান ও জনসভার মধ্য দিয়ে এই উত্সবের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলবে ১৫ জুন পর্যন্ত।