নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি নিয়ে যখন সারা দেশ তোলপাড়, তখন এই ব্যাঙ্কেরই দেওয়া ঋণ সংক্রান্ত একটি চমকপ্রদ তথ্য জানা গেল। অর্ধশতাব্দী আগে ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন ফিয়াট গাড়ি কেনার জন্য পিএনবি থেকে ৫,০০০ টাকা ঋণ নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী। ১৯৬৬ সালে তাঁর মৃত্যুর পর পারিবারিক পেনশনের টাকা থেকে কিস্তিতে ঋণ মিটিয়ে দেন স্ত্রী ললিতা।


কংগ্রেস সাংসদ শশী তারুর ট্যুইটারে এই ঘটনা জানিয়েছেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালীন লালবাহাদুর ও তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে মাত্র ৭,০০০ টাকা ছিল। কিন্তু গাড়ির দাম ১২,০০০ টাকা হওয়ায় স্বয়ং প্রধানমন্ত্রী ঋণের জন্য আবেদন করেন। সেদিনই তাঁর ঋণের আবেদন মঞ্জুর হয়ে যায়। এরপর লালবাহাদুর ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বলেন, সাধারণ মানুষেরও এই সুবিধা পাওয়া উচিত। ১৯৬৬ সালে তাঁর মৃত্যুর পর স্ত্রীকে চিঠি লিখে ঋণের কথা জানায় ব্যাঙ্ক। ললিতা সেই ঋণ শোধ করেন।



লালবাহাদুরের নাতি আদর্শ শাস্ত্রী এই ঋণের ঘটনা সত্যি বলে জানিয়েছেন। ক্রিম রঙের গাড়িটি দিল্লিতে লালবাহাদুর শাস্ত্রী সংগ্রহশালায় রাখা আছে। যে ব্যাঙ্কের ১১ হাজার কোটি টাকারও বেশি ঋণ না মিটিয়ে নীরব মোদী দেশ ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ, সেই একই ব্যাঙ্কের ঋণ শোধের ক্ষেত্রে সততার অসামান্য নজির স্থাপন করেছিলেন লালবাহাদুর ও তাঁর স্ত্রী।