নয়াদিল্লি: লালগ্রহের কক্ষপথে মঙ্গলযানের প্রবেশ করার ঠিক আগের দিন ইসরোর কম্যান্ড সেন্টারে হাজির হয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তাঁর ইচ্ছে ছিল, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন। যদিও তা সম্ভব হয়নি।


মঙ্গলযান-এর সময়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) তৎকালীন প্রধান কে রাধাকৃষ্ণণ সম্প্রতি একটি আত্মজীবনী প্রকাশ করেছেন। সেখানে তিনি প্রয়াত রাষ্ট্রপতির প্রসঙ্গটি উল্লেখ করেছেন।


২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর মঙ্গল গ্রহের কক্ষপথে প্রতিস্থাপন হয় ভারতের মার্স অর্বিটার মিশন (মম) বা মঙ্গলযান। রাধাকৃষ্ণণ জানান, ঠিক তার আগের দিন আচমকা ইসরোয় হাজির হন কালাম স্যর।


তিনি দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে। কিন্তু, নিজের ইচ্ছেকে চেপে না রাখতে পেরে বেঙ্গালুরু চলে আসেন। কয়েক ঘণ্টা ইসরোর টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক (ইসট্র্যাক) সেন্টারে কাটিয়ে সকল বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান। মিশন ডিরেক্টর কেশব রাজুর বক্তৃতাও শোনেন।


রাধাকৃষ্ণণ জানান, কালাম স্যর ভীষণভাবে চেয়েছিলেন পরের দিন থেকে গিয়ে লালগ্রহের কক্ষপথে মঙ্গলযানের প্রবেশ করার মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে। কিন্তু, সেদিনই তাঁর সমবর্তন অনুষ্ঠানে যাওয়ার ছিল। তাই, ইচ্ছা থাকলেও, তিনি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। তবে, তার আগে বলে যান, তাঁকে যেন সব খবরের আপডেট দেওয়া হয়।