প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও ) ও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ওয়েবসাইটের তথ্য উল্লেখ করে দেশের অর্থমন্ত্রী এখন ঠিক কে, অরুণ জেটলি না পীযূষ গয়াল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জানতে চাইল কংগ্রেস। প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে দ্বিধা, সংশয় কাটাতে বলেছে তারা।


কংগ্রেস নেতা তথা প্রাক্তন ইউপিএ জমানার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী মনীষ তেওয়ারির কটাক্ষ, ভারতের অর্থমন্ত্রী কে? পিএমও-র ওয়েবসাইটে রয়েছে একরকম তথ্য, অর্থমন্ত্রকের তথ্য অন্য। পিএমও-র ওয়েবসাইটে কোনও পোর্টফোলিও ছাড়া যে ভদ্রলোকের উল্লেখ রয়েছে, তিনি ভিডিও কনফারেন্সে বৈঠক করছেন। প্রধানমন্ত্রীর দেশবাসীকে বলা উচিত, ওনার অর্থমন্ত্রী কে?

এ বছরের মে মাসে গয়ালকে অর্থমন্ত্রকের বাড়তি দায়িত্ব দেওয়া হয় অরুণ জেটলি অসুস্থ হয়ে কিডনি বদলের অপারেশনের জেরে। জেটলির এইমস-এ কিডনি প্রতিস্থাপন হয়। রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গয়াল তাঁর হাতে থাকা মন্ত্রকগুলি ছাড়াও জেটলি পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত অর্থ ও বণিক মহল সংক্রান্ত যাবতীয় মন্ত্রকও সামলাবেন।
পিএমও-র ওয়েবসাইটে জেটলিকে পোর্টফোলিওহীন মন্ত্রী বলে দেখানো রয়েছে, আর গয়ালের উল্লেখ রয়েছে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী বলে, যিনি একইসঙ্গে রেল, কয়লা, কর্পোরেট সংক্রান্ত বিষয়ও দেখছেন।
ওই ওয়েবসাইট শেষ আপডেট করা হয়েছে গত ১৪ মে-তে।