নয়াদিল্লি: তিন তালাক ধর্মের মৌলিক অধিকার কি না, সে বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হল। আজ সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, তিন তালাক ইসলামের অবিচ্ছেদ্য অংশ কি না, তা খতিয়ে দেখা হবে। সুপ্রিম কোর্টে এই বিষয়টি নিয়ে আলোচনার পিছনে রয়েছেন সমাজতত্ত্বে স্নাতকোত্তর শায়রা বানো। তিনিই গত বছরের ফেব্রুয়ারিতে তিন তালাকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারপর থেকে সারা দেশের হাজার হাজার মুসলিম মহিলা তিন তালাক প্রথা বাতিল করার দাবি তুলেছেন। সুপ্রিম কোর্টের রায়ে এই বিতর্কের অবসান হতে পারে।
শায়রার স্বামী রিজওয়ান আহমেদ তাঁকে তালাক দেন। শায়রার অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন আরও টাকা এবং গাড়ির দাবি জানাচ্ছিলেন। শুধু তাই নয়, সবসময় তাঁর স্বামী তালাক দেওয়ার হুমকি দিতেন। বিয়ের দু বছর পরেও সন্তান না হওয়ায় তালাক দেওয়ার জন্য তাঁর শাশুড়ি রিজওয়ানকে চাপ দিতেন। এরপর তিনি যখন উত্তরাখণ্ডের কাশীপুর জেলায় বাপের বাড়িতে ছিলেন, তখন ইলাহাবাদ থেকে তাঁকে তালাকনামা পাঠান রিজওয়ান।
স্বামী এভাবে তালাক দেওয়ার পর তিন তালাক, বহুবিবাহ এবং নিকাহ হালালা বাতিল করার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শায়রা। তিনি লিঙ্গ সমতার দাবি জানান। শায়রার আগে কোনও মুসলিম মহিলা এভাবে তালাক প্রথা বাতিলের দাবিতে মামলা করেননি। তাঁর এই মামলার ভিত্তিতেই তিন তালাকের বিষয়টি খতিয়ে দেখছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
দেখুন, সুপ্রিম কোর্টে তিন তালাকের বিরুদ্ধে মামলার পিছনে এই শায়রা বানো কে?
Web Desk, ABP Ananda
Updated at:
11 May 2017 06:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -