কে বলল, আমাদের প্রয়োজনীয় সংখ্যা নেই? বললেন সনিয়া, এনডিএ-র বাইরে থেকেও সমর্থন আসবে, দাবি শাসক শিবিরের
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jul 2018 09:13 PM (IST)
নয়াদিল্লি: সংসদে বিরোধীদের পেশ করা অনাস্থা প্রস্তাবের মোকাবিলায় শুক্রবার ভোটাভুটির সময় ৩১৪ সাংসদের সমর্থন মিলবে বলে আশাবাদী বিজেপি। দলের ফ্লোর ম্যানেজারদের হিসাব, এনডিএ-র বাইরের ছোট ছোট কয়েকটি দল যেমন আনবুমানি রামদাসের পিএমকে, রাজু শেট্টির স্বাভিমানি পক্ষ এখন আর এনডিএ-র সদস্য না হলেও ভোটাভুটিতে মোদী সরকারকে সমর্থন করবে। ৫৩৫ সদস্যের লোকসভায় যে ৩১৪ জন সাংসদের সমর্থন পাওয়ার প্রত্যাশা করছে এনডিএ, তাঁদের তালিকায় স্পিকার সুমিত্রা মহাজনকে ধরা হচ্ছে না। ঘটনাচক্রে তিনিও বিজেপির সাংসদ। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে চাই ২৬৮ জনের সমর্থন। শাসক জোট এনডিএ-র লোকসভায় সদস্য সংখ্যা ৩১৫, এর মধ্যে বিজেপির একার শক্তি ২৭৪ (স্পিকারকে ধরে), শিবসেনার ১৮, এলজেপির ৬ ও শিরোমনি অকালি দলের ৪।
সংসদীয় বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার সাংবাদিকদের বলেছেন, এনডিএ ঐক্যবদ্ধ রয়েছে, সকলেই অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেবেন। এনডিএ-র বাইরে থেকেও সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী আমরা। বিজেপির একারই সংখ্যাগরিষ্ঠতা আছে, তাছাড়া ২১টি রাজ্যে ক্ষমতায় রয়েছে এনডিএ। কিন্তু এরপরও বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনল দেখে অবাক লাগছে।
বিজেপি নেতৃত্ব সব সাংসদকে সভায় হাজির থাকতে হুইপ জারি করেছে বলেও জানান তিনি।
বিরোধীদের মোট শক্তি ২২২। ৬৩ জন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-র। ৩৭ জন এআইএডিএমকের, ৩৪ জন তৃণমূলের, ২০ জন বিজেডির, ১৬ জন টিডিপি ও ১১ জন টিআরএসের। সিপিএমের ৯ জন, সপার ৭ জন। লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া, গোরক্ষার নামে নজরদারি, মহিলা ও দলিতদের ওপর অত্যাচার ও তফসিলি জাতি ও উপজাতি নিগ্রহ রোধ আইন দুর্বল করার অভিযোগের মতো ইস্যুতে বিরোধীরা অনাস্থা প্রস্তাব এনেছে মোদী সরকারের বিরুদ্ধে। তা আলোচনা ও ভোটাভুটির জন্য গ্রহণ করেন স্পিকার।
এদিকে সংখ্যার তুল্যমূল্য বিচারে পিছিয়ে থাকলেও প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী সাংবাদিকদের বলেন, কে বলল, আমাদের হাতে প্রয়োজনীয় সংখ্যা নেই? সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতারা বলেন, মোদী সরকার ২০১৪-র নির্বাচনের আগে দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি। সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -