নয়াদিল্লি: ‘আপনারা নয়া ভারত চান না, আপনারা চান জরুরি অবস্থা, বফর্স, চপার কেলেঙ্কারির ভারত। আমরা লক্ষ্যের পিছনে ছুটি, তাড়া করি, নির্দিষ্ট সময়সীমার মধ্যে টার্গেট ছুঁয়ে ফেলি।’ আজ সংসদে এভাবেই কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সরকারকে ‘নেম চেঞ্জার’ বলে কটাক্ষ করেছিল বিরোধীরা। এর জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘৩০ বছরে আইন চালু করে তিন তালাক প্রথার অবসান ঘটাতে কে বাধা দিয়েছিল আপনাদের। কিন্তু ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে সেই সুযোগ ছেড়ে দিয়েছেন আপনারা। কংগ্রেস রাজ্যসভায় তিন তালাক বিল আটকে দিচ্ছে। তিন তালাক প্রথাকে অপরাধ বলে গণ্য করে আইন মহিলাদের পক্ষে যাবে, এটা বিশ্বাস করে থাকলে নিজেরা ক্ষমতায় থাকার সময় কেন তা আনেনি কংগ্রেস? কোনও হিন্দু দুটো বিয়ে করে থাকলেও তো জেল হয়, তাহলে স্ত্রীদের তিন তালাক দেওয়া মুসলিম পুরুষের জেল হলে প্রশ্ন তোলার কী আছে?’
প্রধানমন্ত্রী এদিন জরুরি অবস্থা, দুর্নীতি, শিখ দাঙ্গা নিয়েও কংগ্রেসকে খোঁচা দিয়েছেন। তিনি বলেছেন, ‘যখন একটা বড় গাছ ভেঙে পড়ে, কয়েক হাজার নিরপরাধ শিখ মারা যান, তখন ভেবে দেখবেন। এমন ভারতই কি চায় কংগ্রেস? আমরা মহাত্মা গাঁধীর ভারত চাই, কেননা তিনিই বলেছিলেন, আর এখন কংগ্রেসের প্রয়োজন নেই। সুতরাং কংগ্রেস-মুক্ত ভারত মোদীর ভাবনা নয়, গাঁধীর ভাবনা।’
তাঁর দাভোস সফর নিয়ে কংগ্রেসের কটাক্ষেরও জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমি দাভোসে গিয়েছিলাম, আপনারাও গিয়েছিলেন। কিন্তু পার্থক্য হল, আপনারা একজনকে বাঁচানোর জন্য চিঠি নিয়ে গিয়েছিলেন।’
৩০ বছরে আইন করে তিন তালাক বন্ধ করতে কে বাধা দিয়েছিল আপনাদের? রাজ্যসভায় কংগ্রেসকে মোদী
Web Desk, ABP Ananda
Updated at:
07 Feb 2018 04:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -