নয়াদিল্লি: সিনিয়রদের টপকে নতুন সেনা প্রধান হিসেবে লেফেটেনেন্ট জেনারেল বিপিন ভোরা রাওয়াতের নিযুক্তি নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। টুইটারে কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারির প্রশ্ন, ‘সেনাপ্রধান নিয়োগের ক্ষেত্রে সিনিয়রিটিকে কেন গুরুত্ব দেওয়া হল না? লেফটেনেন্ট জেনারেল প্রবীণ বক্সি ও লেফটেনেন্ট জেনারেল মহম্মদ আলি হারিজকে টপকে কেন প্রধান করা হল রাওয়তকে?’

নয়া সেনাপ্রধান বিপীন রাওয়াত, বায়ুসেনা প্রধান ধানোয়া

কংগ্রেস বলেছে, লেফটেনেন্ট জেনারেল বিএস নেগিও রাওয়াতের থেকে প্রবীণ। ক্ষেত্রে দুজন নয়, তিনজনকে টপকে তাঁকে সেনার শীর্ষপদে নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে তিওয়ারি বলেছেন, রাওয়াতের পেশাদারিত্ব সম্পর্কে সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে তাঁদের। সেইসঙ্গে তাঁর প্রশ্ন, সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানগুলিতেও এ ধরনের কোনও ঘটনা ঘটবে না তো?









উল্লেখ্য, গতকাল প্রতিরক্ষামন্ত্রক ঘোষণা করেছে যে, রাওয়াত হবেন পরবর্তী সেনা প্রধান। বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল বিএস ধানোয়া। আগামী ৩১ ডিসেম্বর তাঁরা কার্যভার গ্রহণ করবেন। রাওয়াত সেনা প্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ ও ধানোয়া বায়ুসেনা প্রধান মার্শাল অরূপ রাহার স্থলাভিষিক্ত হবেন।

লেফটেনেন্ট জেনারেল এল এস রাওয়াতের ছেল বিপিন রাওয়াত দেশের ২৬ তম সেনাপ্রধান হিসেবে কার্যভার গ্রহণ করবেন। ১৯৭৯-তে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।