নয়াদিল্লি: অবশেষে বার হল ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়। ৪০ দিনের শুনানির পর রায় দিল সুপ্রিম কোর্ট। কিন্তু কেন আজ শনিবার হওয়া সত্ত্বেও শীর্ষ আদালত এদিনই এত গুরুত্বপূর্ণ এই মামলার রায় দিল? চলুন, জেনে নেওয়া যাক।

১৭ তারিখ অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। যদিও আদালত এর মধ্যে যে কোনও দিনই অযোধ্যা মামলার রায় দিতে পারত, তা হলেও ১৭ তারিখ হল রবিবার। আর গুরুত্বপূর্ণ কোনও মামলার রায় ছুটির দিনে সাধারণত দেওয়া হয় না। তা ছাড়া যেদিন কোনও বিচারপতি অবসর নেন, সেদিন রায়দান বন্ধ থাকে। আবার ১৬ তারিখ হল শনিবার। এ সব কারণে জল্পনা চলছিল, অযোধ্যা রায়দান সম্ভবত ১৪ বা ১৫ তারিখ হবে।

কিন্তু মুশকিল হল, কোনও মামলার রায়দানের পরদিন অসন্তুষ্ট পক্ষ আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন করে। এ জন্য আবার ২-১ দিন সময় লেগে যায়। এই পরিস্থিতিতে আদালতই হোক বা কেন্দ্র- কেউ বলেনি অযোধ্যা মামলার ১৪-১৫ তারিখের আগে বার হবে। আচমকা শুক্রবার রাতে জানানো হয় শনিবারই বেলা সাড়ে দশটায় দেওয়া হবে অযোধ্যা রায়। মনে করা হচ্ছে, সমাজবিরোধীদের আটঘাট বাঁধার সুযোগ না দেওয়ার জন্যই এমন সংবেদনশীল, আবেগ ও বিশ্বাসজড়িত মামলার রায় সম্পর্কিত এই হঠাৎ ঘোষণা।

এর মধ্যে শান্তিশৃঙ্খলা সংক্রান্ত সব ব্যবস্থা করে ফেলে উত্তর প্রদেশ সরকার ও কেন্দ্র। উত্তর প্রদেশ জুড়ে জারি হয় ১৪৪ ধারা। অন্যান্য রাজ্যও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে।