চণ্ডীগড়: অর্থ ও পেশিশক্তির ব্যবহারের ফলে দেশের নির্বাচনী ব্যবস্থার ভিত দুর্বল হয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তাঁর মতে, এই বিপদ এড়ানোর জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার দরকার।
পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রথম এস বি রঙ্গনেকর স্মৃতি বক্তৃতায় নির্বাচনী ব্যবস্থা প্রসঙ্গে মনমোহন বলেছেন, ‘ভারতের নির্বাচনী ব্যবস্থা সব বাধা অতিক্রম করেছে এবং সামন্ততান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে। সামাজিক, আর্থিক বা রাজনৈতিক সুবিধা না পাওয়া ব্যক্তিদেরও ক্ষমতার শীর্ষে যাওয়ার সুযোগ এসে গিয়েছে। কিন্তু এখন গণতান্ত্রিক নির্বাচনের উপর মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। এমন একটি সরকার গঠন করা যাচ্ছে না যেটি মানুষের স্বার্থে কাজ করবে। কিন্তু রাজনৈতিক দুর্নীতি বৃদ্ধি এবং রাজনৈতিক দলগুলি ও নির্বাচিত জনপ্রতিনিধিদের কায়েমী স্বার্থ গ্রাস করেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ক্রমাগত আক্রমণও চলছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। নির্বাচনী ব্যবস্থাকে সাফ করা এবং ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সংস্কার দরকার।’
বি আর অম্বেডকরের কথা উল্লেখ করে মনমোহন বলেছেন, ‘গণতন্ত্রে শুধু আমাদের সবার যুক্ত হওয়াই যথেষ্ট নয়, সবার সমান মতামত থাকাও নিশ্চিত করতে হবে। ড. অম্বেডকর একবার আশঙ্কা প্রকাশ করেছিলেন, এমন একটা দিন আসবে যখন মানুষের জন্য সরকারের বদলে মানুষের দ্বারা পরিচালিত সরকার বেছে নেওয়া হবে। তিনি এটাকে ঘোর বিপদ মনে করেছিলেন। স্বাধীনতার ৭০ বছরে আমাদের এই ফাঁদে পা দেওয়া চলবে না। মানুষের দ্বারা পরিচালিত সরকারের বদলে মানুষের জন্য সরকার বেছে নিতে হবে। আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আমরা কি গণতন্ত্রের প্রতি অধৈর্য্য হয়ে বিকল্প হিসেবে একনায়কতন্ত্রকে বেছে নিচ্ছি? তাতে হয়তো সাময়িক ফল হতে পারে, কিন্তু ভবিষ্যতে দেশ ধ্বংস হয়ে যাবে।’
অর্থ ও পেশিশক্তি ব্যবহারে দুর্বল হচ্ছে দেশের নির্বাচনী ব্যবস্থার ভিত, উদ্বেগ মনমোহনের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Apr 2018 07:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -