নয়াদিল্লি: করোনাভাইরাস মোকাবিলার লড়াইয়ে এগিয়ে এলেন পুলওয়ামায় জঙ্গিহামলায় নিহত মেজর বিভূতি ধাউন্দিয়ালের স্ত্রী নিকিতা কউল ধাউন্দিয়াল। হরিয়ানা পুলিশকে ১০০০ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট দান করলেন তিনি। এই কাজের জন্য নিকিতা ধন্যবাদ জানিয়েছে হরিয়ানা পুলিশ। নিকিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। তাঁর ট্য়ুইট-শহিদ মেজর বিভূতি শঙ্কর, যিনি দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁর স্ত্রী নিকিতা কউল করোনার বিরুদ্ধে লড়াইয়ে হরিয়ানা পুলিশের জওয়ানদের জন্য ১০০০ সিকিউরিটি কিট (মাস্ক, গগলস ও গ্লাভস) দিয়েছেন। আপনার সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার অবদান খুবই মূল্যবান।
এর আগে এ বছরই নিকিতা শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) পরীক্ষা ও সার্ভিসেস সিলেকশন বোর্ড (এসএসবি) ইন্টারভিউতে উত্তীর্ণ হয়েছেন। তিনি চেন্নাইতে অফিসার্স ট্রেনিং অকাদেমিতে যোগ দেবেন।
পুলওয়ামায় ২০১৯-এর ১৭ ফেব্রুয়ারি জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে প্রাণ হারিয়েছিলেন মেজর বিভূতি ধাউন্দিওয়াল। দেহরাদূনের বাসিন্দা বিভূতি সহ চার সেনা জওয়ান জইশ-ই-মহম্মদ জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে প্রাণ হারিয়েছিলেন। ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন। ওই জায়গা থেকে সামান্য দূরে জইশ জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছিলেন বিভূতি ধাউন্দিওয়াল।