নয়াদিল্লি: এবার লোকসভা ও বিধানসভা নির্বাচনে ইভিএমের সঙ্গে থাকবে ভিভি প্যাট। প্রয়োজনে মিলিয়ে দেখা হবে ইভিএম ও ভিভিপ্যাটের তথ্য। ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলির অভিযোগের প্রেক্ষিতে জানাল নির্বাচন কমিশন।
সাম্প্রতিককালে, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বৈদ্যুতিন ভোট যন্ত্রকে। ইভিএম কারচুপি নিয়ে সোচ্চার হয়েছে একাধিক রাজনৈতিক দল। এই প্রেক্ষিতে ইভিএম-এ কারচুপির অভিযোগের জবাব দিতে আসরে নামতে হল নির্বাচন কমিশনকে। শুক্রবার সকালে নয়াদিল্লির কন্সটিটিউশন ক্লাবে জাতীয় ও আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। সেখানে তিনি ফের একবার দাবি করেন, ইভিএমে কারচুপি করা যায় না।
প্রসঙ্গত, ইভিএম কারচুপির অভিযোগটা উঠেছিল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পর। ভোটে বিপর্যয়ের জন্য ইভিএমকে কাঠগড়ায় তুলেছিলেন মায়াবতী। পরে এনিয়ে সরব হন অরবিন্দ কেজরীবাল থেকে অখিলেশ যাদব। দিল্লির পুরভোটে ব্যালটে ভোট করার দাবি তোলেন কেজরীবাল। উত্তরপ্রদেশের ভোটে ইভিএমে কারচুপির অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। দাবি করেন তদন্ত। সরব হয় কংগ্রেসও।
এদিনও ব্যালটে ভোট করার পক্ষে সওয়াল করে বহুজন সমাজপার্টি। ব্যালটে ফেরার পক্ষে সওয়াল করে তৃণমূলও। এবিষয়ে তৃণমূলের পাশে সিপিআই। সিপিআই তৃণমূলের পাশে দাঁড়ালেও সিপিএমের দাবি, ১৫ শতাংশ ক্ষেত্রে গোনা হোক ভোটার ভেরিফায়েবেল পেপার অডিট ট্রেইল বা ভিভিপ্যাটের স্লিপও। সিপিএম সাংসদ নীলোৎপল বসু বলেন, বৈঠকে প্রস্তাব দিয়েছি ১৫ শতাংশ ভিভিপ্যাট গুণে দেখা হোক। একইসঙ্গে সেই তথ্য রিলিজ করতে হবে বলেও জানিয়েছি। ইভিএম নিয়ে অভিযোগে অনড় আম আদমি পার্ট।
রাজনৈতিক দলগুলির দাবি মেনে জাইদি এদিন জানান, এবার থেকে লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রত্যেক ইভিএম যন্ত্রের সঙ্গে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল বা ভিভিপ্যাট লাগানো হবে। তিনি বলেন, ইভিএমে কোনও প্রতীকে ভোট দিলে, তার রেকর্ড থাকবে ভিভি প্যাটে। ইভিএমের ভোট ও ভিভি প্যাটের হিসেবে মেলালেই বোঝা যাবে, ইভিএমে কোনও গরমিল আছে কিনা।
বিজেপির দাবি, ইভিএম নিয়ে প্রশ্নের কোনও জায়গা নেই। দলের সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব বলেন, ইভিএম ঠিক আছে। উন্নয়নের সুযোগ থাকে। সেই হিসেবেই ভিভিপ্যাট লাগানো হচ্ছে। আর কোনও প্রশ্নের জায়গা নেই। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রয়োজনীয় ভিপি প্যাট তৈরির জন্য ইতিমধ্যেই দু’টি সরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে।
তবে, ভিভিপ্যাট লাগানোর ঘোষণা করলেও, নির্বাচন কমিশন এদিন ফের একবার চ্যালেঞ্জ দেয়, তারা প্রত্যেক রাজনৈতিক দলকে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ইভিএমে কারচুপি করে প্রমাণ করার সুযোগ দেবে।