নয়াদিল্লি: জম্মুর কাঠুয়ায় ৮ বছরের মেয়েকে গণধর্ষণ করে খুনের ঘটনায় সারা দেশে নিন্দার ঝড়। নৃশংস এই ঘটনা সবাইকে বিচলিত, শোকস্তব্ধ করে তুলেছে। বলিউড তারকাও এই ঘটনায় তাঁদের দুঃখ ও মর্মবেদনার কথা জানিয়েছেন। প্রিয়ঙ্কা চোপড়া, কমল হাসান, করণ জোহর, সঞ্জয় দত্তর মতো বলিউড তারকার নির্যাযিতা নাবালিকার প্রতি ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন। সানি লিওনও একইভাবে এই নির্মম ঘটনার প্রতিবাদে সোচ্চার হলেন। সোশ্যাল মিডিয়ার নিজের বড় মেয়ে নিশার সঙ্গে একটা ছবি পোস্ট করে আবেগবিহ্বল বার্তা দিয়েছেন সানি।
সানি লিখেছেন, 'আমি আমার হৃদয়, আত্মা ও শরীরের প্রতিটি অঙ্গ থেকে প্রতিজ্ঞা করছি যে, এই দুনিয়ার সমস্ত কিছু অশুভ শক্তির হাত থেকে তোকে রক্ষা করব। তোর সুরক্ষার জন্য যদি জীবন দিতে হয়, তাও করব। বিশ্বের সমস্ত শিশুই যেন ক্ষতিকারক লোকজনের হাত থেকে নিজেদের সুরক্ষিত মনে করে। আসুন, আমরা আমাদের বাচ্চাদের আরও কাছে রাখি এবং যে কোনও মূল্যে ওদের রক্ষা করি!!!!'



উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় নিজের বাড়ির পাশেই খেলার সময় একটি শিশু গত ১০ জানুয়ারি নিখোঁজ হয়ে যায়। এর ঠিক ১০ দিন পর ওই শিশুকন্যার দেহ কাঠুয়ারই রসানা গ্রামের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। শিশুটিকে একটি মন্দিরে আটকে রেখে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয়। পুলিশ এই ঘটনায় সাত অভিযুক্তর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে।