সানি লিখেছেন, 'আমি আমার হৃদয়, আত্মা ও শরীরের প্রতিটি অঙ্গ থেকে প্রতিজ্ঞা করছি যে, এই দুনিয়ার সমস্ত কিছু অশুভ শক্তির হাত থেকে তোকে রক্ষা করব। তোর সুরক্ষার জন্য যদি জীবন দিতে হয়, তাও করব। বিশ্বের সমস্ত শিশুই যেন ক্ষতিকারক লোকজনের হাত থেকে নিজেদের সুরক্ষিত মনে করে। আসুন, আমরা আমাদের বাচ্চাদের আরও কাছে রাখি এবং যে কোনও মূল্যে ওদের রক্ষা করি!!!!'
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় নিজের বাড়ির পাশেই খেলার সময় একটি শিশু গত ১০ জানুয়ারি নিখোঁজ হয়ে যায়। এর ঠিক ১০ দিন পর ওই শিশুকন্যার দেহ কাঠুয়ারই রসানা গ্রামের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। শিশুটিকে একটি মন্দিরে আটকে রেখে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয়। পুলিশ এই ঘটনায় সাত অভিযুক্তর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে।