নয়াদিল্লি: আমেরিকার কানসাসে ভারতীয় ছাত্রের গুলিতে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ সুষমা স্বরাজের। শরথ কোপ্পু নামে তেলঙ্গানা থেকে মার্কিন মুলুকে যাওয়া ওই পড়ুয়ার পরিবারের যত রকমের সহায়তা প্রয়োজন, সব দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।


বিদেশমন্ত্রী ট্যুইট করেছেন, কানসাসের ঘটনায় শোকগ্রস্ত পরিবারটিকে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা পুলিশের সঙ্গে এ ব্যাপারে লাগাতার যোগাযোগ রাখছি, ওই পরিবারকে যাবতীয় সহায়তা দেওয়া হবে।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোপ্পু মাস্টার্স ডিগ্রির পড়াশোনার জন্য গত জানুয়ারি আমেরিকায় যান। কানসাস প্রশাসন কর্তৃপক্ষের ঘোষণা মতো, কোপ্পু যে রেস্তোরাঁয় কাজ করতেন, সেখানে শুক্রবার এক হামলার ঘটনায় তিনি গুলিতে মারাত্মক আঘাত পান। সম্ভবত ডাকাতির উদ্দেশ্যেই দুষ্কৃতীরা হানা দেয় ওখানে। জখম কোপ্পুকে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ বাদেই মৃত্যু হয়।




গতকাল চিকাগোয় ভারতীয় কনস্যুলেট জেনারেলও ট্যুইট করে, মিসৌরির কানসাস সিটিতে গুলিচালনার বলি হয়েছেন এক ভারতীয় পড়ুয়া। তাঁর পরিবার ও পুলিশের সঙ্গে যোগাযোগ হয়েছে আমাদের। আমরা সব সাহায্য দেব। আমাদের অফিসাররাও কানসাস রওনা হয়েছেন।
কানসাস পুলিশ সন্দেহভাজন গুলি চালানো হামলাকারীকে ধরতে পাওয়ার ব্যাপারে পাকা খবর দিলে ১০০০০ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে।
রেস্তোরাঁয় গুলিচালনার কয়েক মূহূর্ত আগের তোলা সন্দেহভাজনের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে তারা।