অমরাবতী: কেন্দ্রবিরোধী অনাস্থা প্রস্তাবে বিতর্ক, ভোটাভুটির প্রাক্কালে তেলুগু দেশম পার্টিতে (টিডিপি) মতভেদের ইঙ্গিত। তারাই অনাস্থা প্রস্তাবের মূল হোতা। কিন্তু দলের অনন্তপুরমের এমপি জে সি দিবাকর রেড্ডি, যিনি গতকাল সংসদের বাদল অধিবেশন সূচনার দিনই ছিলেন না, জানিয়ে দিয়েছেন, অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনায়ও তিনি অনুপস্থিত থাকবেন। গোটা বাদল অধিবেশনেই তিনি সভায় থাকবেন না।


শুক্রবার ও সোমবার সংসদে হাজির থাকতে দলীয় সাংসদদের হুইপ জারি করেছে টিডিপি, যদিও তাতে হেলদোল নেই দিবাকরের। তিনি বলেছেন, এটা স্রেফ রুটিন। কোনও অবস্থাতেই সরকারের পতন হচ্ছে না। তাছাড়া আমি ইংরেজি বা হিন্দি, কোনওটাই বলতে পারি না। কাজেই আমি সভায় থাকলাম কি থাকলাম না, তাতে কিছু এসে যায় না। অন্যরা আছেন যাঁরা ইংরেজি বা হিন্দিতে সড়গড়।

টিডিপি সূত্রের খবর, বরাবর ঠোঁটকাটা বলে পরিচিত দিবাকর পরের নির্বাচনে অনন্তপুরম থেকে ফের টিকিট পাওয়ার আশ্বাস না মেলায় দলীয় নেতৃত্বের ওপর রুষ্ট। তবে টিডিপি সভাপতি এন চন্দ্রবাবু নাইডু দলীয় নেতাদের সঙ্গে রোজকারের রুটিন টেলি কনফারেন্সে তাঁর সঙ্গে কথা বলতে পারেন বলে শোনা যাচ্ছে।