চেন্নাই: দক্ষিণী রাজ্যগুলি যদি ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি করে, তবে তা সমর্থন করবেন তিনি। এমনই বিতর্কিত মন্তব্য করলেন ডিএমকের কার্যকরী সভাপতি এম কে স্টালিন। তাঁর আরও মন্তব্য, এ ধরনের পরিস্থিতি তৈরি হবে বলে আশা করছেন তিনি।
এ সপ্তাহেই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দেরামাইয়া, অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাও অভিযোগ করেন, দক্ষিণী রাজ্যগুলির সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে কেন্দ্র। সিদ্দেরামাইয়ার অভিযোগ, দক্ষিণী রাজ্যগুলির ভর্তুকি দেওয়া অর্থে উত্তরের রাজ্যগুলি চলে, দক্ষিণী রাজ্যগুলি জন্মহার নিয়ন্ত্রণে রেখে উন্নয়ন এনেছে কিন্তু কেন্দ্র উন্নয়নের জন্য উৎসাহব্যঞ্জক কোনও ভাতা দেয় না। নাইডু ও কেসিআর-ও বলেন, কেন্দ্রকে টাকা জোগায় দক্ষিণী রাজ্যগুলি, জবাবে কিছুই পায় না কার্যত।
কিন্তু স্টালিন স্রেফ অভিযোগ, অনুযোগে আটকে থাকেননি। তামিলনাড়ুর ইরোডে এক সমাবেশে পৃথক দ্রাবিড় নাড়ু রাষ্ট্র সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি সত্যিই দক্ষিণী রাজ্যগুলি আলাদা হতে চায়, তা স্বাগত জানানো হবে। আশা করি, এমন পরিস্থিতি তৈরি হবে।
স্টালিন যে দলের কার্যকরী সভাপতি, সেই ডিএমকে ১৯৪৯-এ প্রতিষ্ঠিত হয় পৃথক দ্রাবিড় নাড়ু রাষ্ট্রের দাবিতে। তাদের বক্তব্য ছিল, দক্ষিণ ভারতীয়রা উত্তর ভারতীয়দের থেকে জিনগতভাবে আলাদা। ১৯৬২-তে চিন-ভারত যুদ্ধের সময় থেকে এই দাবি পরিত্যাগ করে তারা। তাদের জিনগত বিভাজন সংক্রান্ত তত্ত্বও জেনেটিক বিজ্ঞানে মিথ্যে প্রমাণিত হয়েছে।
‘দক্ষিণী রাজ্যগুলি ভারত থেকে আলাদা হতে চাইলে সমর্থন করব’, ডিএমকে নেতা স্ট্যালিনের বিস্ফোরক বিবৃতি
ABP Ananda, Web Desk
Updated at:
18 Mar 2018 09:59 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -