বেঙ্গালুরু: বেসরকারি মতে জানা ছিল। এবার তাতে সরকারি সিলমোহর পড়ল। বিশ্ব রেকর্ড প্রচেষ্টার ঠিক তিনদিন আগে ইসরো ঘোষণা করল, আরেকটি মঙ্গল-অভিযানের পাশাপাশি এবার শুক্রগ্রহ জয় করার প্রস্তুতি চলছে জোরকদমে।


আগামী বুধবারই ১০৪টি উপগ্রহ নিয়ে মহাকাশের পথে পাড়ি দেবে ইসরোর পিএসএলভি-সি৩৭ রকেট। এর মধ্যে মাত্র ৩টি উপগ্রহ ভারতের। বাকি ১০১টি উপগ্রহ বিদেশি। এর মধ্যে ৯৬টি উপগ্রহ কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেরই।



এই অভিযান যদি সফল হয়, তাহলে তা বিশ্ব রেকর্ড হবে। কারণ, এর আগে কোনও দেশ এক অভিযানে এতগুলি উপগ্রহকে মহাকাশে পাঠায়নি। এই উৎক্ষেপণের কয়েকদিন আগে মঙ্গল ও বুধ-অভিযানের ঘোষণার ফলে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের মনোবল আরও তুঙ্গে পৌঁছবে।


 

প্রধানমন্ত্রী পদ গ্রহণের পরই নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং মহাকাশ গবেষণার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেবেন। সেই অনুযায়ী, এবারের বাজেটে প্রধানমন্ত্রীর দফতরের অধীনে থাকা ডিপার্টেমেন্ট অফ স্পেস-এর বাজেট বরাদ্দ এক লপ্তে ২৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।


আরও পড়ুন:

মঙ্গলে সফল অভিযানের পর এবার বৃহস্পতি, শুক্রগ্রহ জয়ের লক্ষ্য ইসরোর

বাজেটে মার্স অর্বিটার মিশন ২ এবং মিশন টু ভেনাস উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, দ্বিতীয় মঙ্গল অভিযান ২০২১-২২ সাল নাগাদ হবে। এবার লালগ্রহের মাটিতে রোবট বা রোভার নামানো হবে। প্রথম মঙ্গল অভিযান একেবারে একা করলেও, দ্বিতীয় অভিযানের সময় একসঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছে ফ্রান্স।


অন্যদিকে, শুক্রগ্রহ অভিযানটি গড়ে তোলা হবে প্রথম মঙ্গল অভিযানের আদলে। অর্থাৎ, এই অভিযানে অর্বিটার পাঠানো হবে, যা ওই গ্রহের কক্ষপথে চারপাশে ঘুরে তথ্য সংগ্রহ করবে। এই অভিযানের ওপর আবার আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গিয়েছে, ইতিমধ্যেই, ইসরোর সঙ্গে আলোচনাও শুরু করেছে নাসা।