বেঙ্গালুরু: সবার সামনে থেকে এক যুবতীকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করল এক ব্যক্তি। অথচ কেউ আক্রান্ত যুবতীকে সাহায্য করার জন্য এগিয়ে এল না। সিসিটিভি ফুটেজে এই অমানবিক ঘটনা ধরা পড়েছে।

আক্রান্ত যুবতী মণিপুরের বাসিন্দা। দক্ষিণ বেঙ্গালুরুর কাঠরিগুপ্পে অঞ্চলে তিনি পেয়িং গেস্ট হিসেবে থাকেন। গত ২৩ এপ্রিল সন্ধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন তিনি। সেই সময় এক ব্যক্তি পিছন থেকে তাঁকে জাপটে ধরে কাছেই একটি নির্মীয়মান বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সেই সময় অনেকেই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু কেউই এই ঘটনা দেখেও এগিয়ে আসেনি।

 

ওই যুবতী বলেছেন, তিনি চিৎকার শুরু করতেই ওই ব্যক্তি তাঁর মুখ চেপে ধরে। তিনি কামড়ে দিলে ওই ব্যক্তি তাঁকে মারতে শুরু করে। মারের চোটে তিনি অজ্ঞান হয়ে যান। পাঁচ মিনিট পরে জ্ঞান ফিরলে তিনি দেখেন ওই লোকটি চলে গিয়েছে। তবে তাঁর ব্যাগ, ফোন সেখানে ছিল। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কর্ণাটকের মহিলা কমিশনের চেয়ারপার্সন মঞ্জুলা মনসা আক্রান্ত যুবতীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি অভিযুক্তর শাস্তির দাবি জানিয়েছেন।