পানাজি: দক্ষিণ গোয়া সমুদ্র সৈকতে এক তরুণীকে তাঁর প্রেমিকের সামনে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
বৃহস্পতিবার রাতে সেরনাভাটিম সৈকতে ঘটেছে এই ঘটনা। অভিযোগ, ৩ জন ওই প্রেমিক প্রেমিকার ওপর চড়াও হয়, তাঁদের নগ্ন করে ছবি তোলে, টাকার দাবি করে। তারপর তরুণীকে ধর্ষণ করে তারা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সৈকতে ওই যুগলের সঙ্গে প্রথমে আলাপ করে। তারপর হামলা চালায় তাঁদের ওপর। তাদের এখনও সনাক্ত করা যায়নি। এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে।
গোয়ায় সমুদ্র সৈকতে প্রেমিকের সামনে মহিলাকে ‘গণধর্ষণ’
ABP Ananda, Web Desk
Updated at:
26 May 2018 08:32 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -