পটনা: ‘অপরাধ’ একই গ্রামের এক পুরুষের সঙ্গে কথা বলা। সেইজন্য, ৩২ বছরের এক মহিলাকে মারধর করে, মাথা মুড়িয়ে ঘোরানোর পর গ্রাম থেকে বের করে দেওয়া হল। ঘটনাস্থল বিহারের গয়া।


পুলিশের কাছে নির্যাতিতা অভিযোগ করেন, মঙ্গলবার রাত ৮টা নাগাদ তিনি এক গ্রামবাসীর সঙ্গে কথা বলছিলেন। এমন সময়ে একদল লোক এসে তাঁকে মারধর শুরু করে।


মহিলার দাবি, গ্রামবাসীদের এগিয়ে আসতে দেখেই ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। ওই ব্যক্তির সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তোলে উন্মত্ত জনতা।


মহিলার আরও অভিযোগ, সেদিন রাতের মতো হামলাকারীরা চলে গেলেও, পরের দিন সকালে ফের তারা হাজির হয়ে তাঁকে লাঠি দিয়ে বেদম মারে। পরে, তাঁর মস্তক মুণ্ডিত করে ঘোরানোর পর গ্রামের বাইরে বের করে দেয় তারা।


মহিলার দাবি, তাঁর স্বামী তিন বছর আগে ঘর ছাড়েন। আর ফেরেনি। তিনি দুই কন্যা ও এক পুত্রের সঙ্গে থাকেন। তিনি যোগ করেন, যে ব্যক্তির সঙ্গে তিনি কথা বলছিলেন, তিনি মাঝেমধ্যেই তাঁর কাছে আসেন। পুলিশের কাছে চারজনের নামে অভিযোগ করেছেন মহিলা।