পানাজি: ১৭ বছরের এক কিশোরের যৌন নিগ্রহের অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। মাপুসা শহরের বাসিন্দা ওই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। নির্যাতিতা কিশোর ওই মহিলার বাড়িতে থাকত।মাপুসা থানার ইন্সপেক্টর তুষার লোটলিকার এ কথা জানিয়েছেন। ওই কিশোরের বাবা-মা চলতি সপ্তাহের গোড়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, গত ৭ জুন থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ২৯ বছরের ওই মহিলা তাঁদের ছেলের ওপর যৌন নির্যাতন চালিয়েছেন।
পোন্ডায় নিজের বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন ওই কিশোর। মাপুসায় এসে সে একটি পেট্রোল পাম্পে কাজ করত এবং অভিযুক্ত মহিলার বাড়িতে থাকত। ওই মহিলা বিবাহবিচ্ছিন্না। তাঁর তিন সন্তানের সঙ্গে তিনি বাড়িতে থাকতেন।
কয়েকদিন আগে ওই কিশোর বাড়ি ফিরে যায় এবং সেখানে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে। তাকে সরকারি ইন্সস্টিটিউট অ্যান্ড হিউম্যান বিহেভিয়র-এ নিয়ে যাওযা হয়। কাউন্সেলিংয়ের সময় সে ওই মহিলার দ্বারা যৌন নির্যাতনের কথা প্রকাশ করে।
গতকাল মুপাসা থানার পুলিশ শিশুদের যৌন অপরাধ থেকে রক্ষা (পোকসো) আইন ও গোয়ার শিশু আইনে মামলা রুজু করেছে। পুলিশ ওই মহিলাকে থানায় তলব করেছে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গোয়ায় ১৭ বছরের কিশোরকে যৌন নিগ্রহের অভিযোগ মহিলার বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Sep 2017 02:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -