পানাজি: ২০ বছরে বন্দিদশার অবসান।উদ্ধার ৪০ বছরের এক মহিলাকে। উত্তর গোয়ার সানকুয়েলাম গ্রামে গোয়া পুলিশ এবং জেলার আইন পরিষেবা সংক্রান্ত সংস্থাক স্বেচ্ছাসেবীরা ওই মহিলাকে গত মঙ্গলবার উদ্ধার করেন। জানা গেছে, ওই মহিলার মা ও ভাই তাঁকে এতগুলি বছর ধরে বন্দি করে রেখেছিলেন।
ওই মহিলাকে রুগ্ন অবস্থায় পাওয়া গিয়েছে। বর্তমানে আসিলো জেলার একটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন তিনি। গত সপ্তাহে ওই মহিলার এক তুতো ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে উদ্ধার করে।
সরকারি সূত্রের খবর, দু দশক আগে যখন কলেজ ছাত্রী ছিলেন, তখন ওই মহিলাকে একটি ঘরে বন্দি করা হয়। বিচোলিম থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জয় দালভি জানিয়েছেন, এই ঘটনায় এখনও কোনও মামবা দায়ের করা হয়নি। বর্তমানে ওই মহিলা চিকিত্সাধীন। তাঁর সঙ্গে যখন কথা বলার অনুমতি পাওয়া যাবে তখন পুলিশ তাঁর বয়ান রেকর্ড করবে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরেও কান্ডোলিম জেলায় এক মহিলাকে তাঁর মামা বাড়ি থেকে উদ্ধার করা হয়। তাঁকে তাঁর দুই ভাই ও তাঁদের স্ত্রীরা আটকে রেখেছিলেন বলে অভিযোগ।