নয়াদিল্লি: দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় মাকেনের বিরুদ্ধে মানসিক নির্যাতন, ফৌজদারি ভীতিপ্রদর্শনের অভিযোগ তুলে কংগ্রেস ছেড়ে আমআদমি পার্টিতে (আপ) যোগ দিলেন মহিলা কংগ্রেস নেত্রী। রচনা সচদেব নামে মহিলা কংগ্রেসের বাবরপুর শাখার সভানেত্রী মাকেন ছাড়াও তুঘলক রোড থানায় তাঁকে ভয় দেখানো, তাঁর ওপর মানসিক অত্যাচার চালানোর অভিযোগ দায়ের করেছেন মহিলা কংগ্রেস সভানেত্রী শোভা ওঝা, দলনেতা নেট্টা ডিসুজার বিরুদ্ধেও। মাকেন তাঁকে হুমকি দিয়েছেন, অচেনা নম্বর থেকেও ফোনে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রচনার।
জনৈক পদস্থ পুলিশ অফিসার বলেছেন, আমরা অভিযোগ খতিয়ে দেখছি। মহিলার আনা অভিযোগগুলি ধর্তব্যযোগ্য নয়। এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি।
অভিযোগ সম্পর্কে মাকেনের প্রতিক্রিয়া মেলেনি।
রচনাকে দলে স্বাগত জানিয়ে আপের দিল্লি শাখার আহ্বায়ক দিলীপ পান্ডে বলেছেন, মানসিক অত্যাচার, ফৌজদারি ভীতি প্রদর্শনের অভিযোগ কংগ্রেসের 'মহিলা ও দলিত-বিদ্বেষী মানসিকতা'রই প্রতিফলন। শুধু রচনাই নন, কংগ্রেস ও বিজেপির ১৩ জন স্থানীয় নেতাও আপে যোগ দিয়েছেন।