ঝাঁসি: স্বামী স্ত্রীর ঝগড়া, মন কষাকষি স্বাভাবিক। কিছু কিছু ক্ষেত্রে আবার সেই অশান্তি আদালতের চৌকাঠ পর্যন্ত পৌঁছে যায়। এমনই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের ঝাঁসির এক বাসিন্দা অসন্তুষ্ট স্ত্রীর মান ভাঙালেন থানার মধ্যে রোম্যান্টিক গান গেয়ে। স্ত্রীও রাগ ভুলে ধরা দিলেন স্বামীর বাহুবন্ধনে।

ঝাঁসির এই স্বামী স্ত্রীর মধ্যে বেশ কয়েক মাস ধরে ঝগড়াঝাঁটি চলছিল। আত্মীয় স্বজনরা ঝগড়া থামাতে এসে হার মেনেছেন। রেগেমেগে স্ত্রী স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগও করেন। পুলিশ ওই দম্পতিকে ডাকে তাদের ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে। তখনই ঘটনায় নাটকীয় মোড়। মুহূর্তে বদলে গেল সব কিছু, অবশ্যই ভালর জন্য।

বরুণ ধবনের বদলাপুর ছবির গান গাইতে শুরু করেন স্বামী। সক্কলের সামনে, পুলিশ টুলিশের তোয়াক্কা না করে। ব্যস! স্ত্রী আর কতক্ষণ রাগ করে থাকবেন! স্বামীকে ক্ষমা করে দিতে দেরি হয়নি তাঁর। অভিযোগ প্রত্যাহার করে নেন তিনি, স্বামীর সঙ্গে ফিরে যান নিজের বাড়িতেও।

দেখুন সেই ভিডিও

[embed]https://twitter.com/IPSMadhurVerma/status/930336781077176320?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fajab-gazab%2Fwoman-files-case-against-husband-he-wins-her-back-with-a-song-725827[/embed]