জয়পুর: রাজস্থানের আলোয়ারে স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ, ও তার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।
পুলিশ সূত্রে খবর, গত ২৬ এপ্রিল স্বামীর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন ওই মহিলা। রাস্তায় থানাগাজী-আলোয়ার বাইপাসে জোর করে বাইক থামান ৫ অভিযুক্ত। স্বামী-স্ত্রীকে জোর করে তারা একটি নির্জন জায়গায় টেনে নিয়ে যায়। এরপর স্বামীকে ভয় দেখিয়ে তার সামনেই স্ত্রীকে লাগাতার ধর্ষণ করে ওই ৫ ব্যক্তি।
ছোটেলাল ও অশোক নামে দুই ব্যক্তিকে সনাক্ত করা গেলেও এখনও অবধি কাউকে গ্রেফতার করা যায়নি।
ভারতীয় দণ্ডবিধি ও তপশিলি জাতি উপজাতির নিগ্রহ রোধ আইনানুসারে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর।
স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ রাজস্থানে, ভিডিও সোশ্যাল মিডিয়ায়
web desk, ABP Ananda
Updated at:
07 May 2019 05:52 PM (IST)
রাজস্থানের আলোয়ারে স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ, ও তার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -