মুজফ্ফরনগর: হাসপাতালের কর্মীদের থেকে মহিলা চেয়েছিলেন এক গ্লাস জল। তার বদলে ভুলবশত কর্মীরা দিলেন অ্যাসিড। আর সেই খেয়েই মৃত্যু হল মহিলার। ঘটনাটি ঘটেছে মুজফ্ফরনগরের এক বেসরকারি হাসপাতালে। মূলত জলের বোতল আর অ্যাসিডের বোতল, দেখতে অনেকটা একইরকম। হাসপাতাল কর্মীরা ভুল করে অ্যাসিডের বোতলটি দিয়ে ফেলেছে, ঘটনার পর সাফাই হাসপাতাল কর্তৃপক্ষের।
শ্যামলী দেবী, ৬০ বছরের বৃদ্ধা মহিলার চোখের অস্ত্রোপচার হয়েছিল মুজফ্ফরনগরের ওই হাসপাতালে। মহিলা বৈশালী জেলার গোরাউল থানার অন্তর্গত এক গ্রামের বাসিন্দা। চোখের অস্ত্রোপচারের পর মহিলাকে কিছু ওষুধ দেওয়া হয়েছিল। ট্যাবলেটগুলো গিলতে মহিলা জল চান। তারপরই হাসপাতালকর্মীদের অসাবধানতার জেরে এই ঘটনা ঘটে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে মহিলাকে অন্য নার্সিংহোমে নিয়ে যাওয়া হলেও তাঁকে আর বাঁচানো যায়নি।
আক্রান্ত বৃদ্ধার গলা ও মুখ পুরোপুরি অ্যাসিডের জেরে পুড়ে গিয়েছে। মহিলার থেকে কোনও জবানবন্দি নেওয়া যায়নি। তবে অভিযুক্ত হাসপাতাল কর্মী এবং নার্সদের বিরদ্ধে মামলা শুরু হয়েছে। অভিযুক্তদের কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
মুজফ্ফরনগরে হাসপাতালে ভুলবশত জলের বদলে অ্যাসিড দেওয়া হল, খেয়ে মৃত্যু মহিলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Feb 2018 03:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -