বেঙ্গালুরু:  এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে বেশি ওজনের বাচ্চার জন্ম দিলেন কর্নাটকের হাসান জেলার একটি মেয়ে। সবচেয়ে ভারী এই বাচ্চার জন্মের সময় ওজন হয়েছে ৬.৮২ কেজি। যা সাধারণত ছমাসের কোনও বাচ্চার হয়।
২৩ মে, কর্নাটকের বেলুড় তালুকের ডোডিহালিতে হাসান ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এই বাচ্চার জন্ম দেন ১৯ বছরের নন্দিনী। চিকিত্সকরা জানিয়েছেন, বাচ্চাটি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। থাইরয়েড বা সুগারজনীত কোনও সমস্যা নেই। তবে মায়ের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত চিকিত্সকেরা।

১৯ বছরে ৯৪ কেজি ওজন এবং ডায়াবেটিসে আক্রান্ত নন্দিনী। যে চিকিত্সক নন্দিনীর অস্ত্রোপচার করেছেন, তিনি জানিয়েছেন, পুরো অপারেশনটি সম্পূর্ণ হয়েছে তিরিশ মিনিটে। বাচ্চাটি সত্যিই সুন্দর এবং ফুটফুটে, জানিয়েছেন চিকিত্সক। এলাকার স্থানীয় স্বাস্থ্য অফিসার জানিয়েছেন, তিনি তাঁর ২৫ বছরের কর্মজীবনে এমন অভিজ্ঞতার সম্মুখীন প্রথম হলেন।
এরআগে বিশ্বের সবচেয়ে ভারী বাচ্চা জন্মেছিল ১৯৫৫ সালে। তার ওজন ছিল ১০.৩ কেজি

বিশ্বের কয়েকটি ভারী বাচ্চার তালিকা দেখুন একঝলকে

  • এক মহিলা অ্যানা হেইনিং বেটস, যাঁর নিজের ওজন জন্মের সময় ছিল ৮.২ কেজি, তিনি ১৮৭৯ সালে ৯.৯৮ কেজি ওজনের একটি পুত্র সন্তানের জন্ম দেন। যদিও বাচ্চাটি জন্মের এগারো ঘন্টা বাদে মারা যায়।

  • ২০১৩ সালে এক ব্রিটিশ মহিলা ৬.২ কেজি ওজনের এক কন্যা সন্তানের জন্ম দেন।

  • ২০১৪ সালে বোস্টনে জন্ম হয় ক্যারিসা রুস্যাকের। জন্মের সময় তার ওজন ছিল ৬.৫ কেজি।

  • ২০১৫ সালে ভারতে ফিরদৌস খাতুন নামের এক মহিলা ৬.৬ কেজি ওজনের পুত্র সন্তানের জন্ম দেন।