দিল্লি: বিমানবন্দরে মহিলা যাত্রীর অন্তর্বাসের মধ্যে মিলল ২ কেজি ১৬০ গ্রাম সোনার বার। দুবাই থেকে দিল্লিতে আসা ওই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়েছে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ)। বাজেয়াপ্ত সোনার দাম প্রায় ৬৪,৩৮,৯৬০ টাকা। এআইইউ সূত্রে এ কথা জানানো হয়েছে।
এক বিবৃতিতে এআইইউ জানিয়েছে, গতকাল রাতে সন্দেহ হওয়ায় এক মহিলা যাত্রীর তল্লাশি নেওয়া হয়। ফারহাত উন্নিসা নামে ওই যাত্রী জেট এয়ারওয়েজের বিমানে দুবাই থেকে দিল্লিতে আসেন। তিনি হায়দরাবাদের বাসিন্দা।
ওই মহিলা অন্তর্বাসের মধ্যে লুকিয়ে সোনা এনেছিলেন। সোনা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাত বিস্তারিত তদন্ত চলছে।
অন্তর্বাসের মধ্যে লুকিয়ে ২ কেজি সোনা, দিল্লি বিমানবন্দরে গ্রেফতার মহিলা যাত্রী
ABP Ananda, web desk
Updated at:
22 Aug 2016 01:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -